সুনামগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ হয়ে সাইদুল ইসলাম নামে একজন যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে বিশম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপি সীমান্তে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম উপজেলার গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। নিহতের পরিবারের দাবি, বুধবার সন্ধ্যার দিকে মাঠ থেকে নিজের গরু আনার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে সাইদুলের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিএসএফ নাকি অন্য কারও গুলিতে সাইদুল মারা গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এজন্য কড়াইগড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।