22 C
Dhaka
Wednesday, February 19, 2025

ঘোষণাপত্রে ইসলামী শক্তির ভূমিকা ও শহীদদের ত্যাগ অন্তর্ভুক্তির দাবি জামায়াতের

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এই বৈঠক সন্ধ্যা ৬টার কিছু আগে শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমে তাদের মতামত প্রকাশ করেন।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চার সদস্যের একটি দল অংশ নেয়। বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই ঘোষণাপত্র প্রণয়নে সরকারের আহ্বানে আমরা মতবিনিময়ে অংশ নিয়েছি। জাতীয় ঐক্য রক্ষায় এই ঘোষণাপত্র গুরুত্বপূর্ণ। তবে এটি প্রণয়নে ধীরস্থির প্রক্রিয়া অনুসরণ করা এবং কোনো ধরনের অস্থিরতা বা সমন্বয়হীনতা পরিহার করা জরুরি।”

আরও পড়ুনঃ  বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে এক মুসল্লির মৃত্যু

তিনি আরও বলেন, “ঘোষণাপত্রের খসড়ায় ইসলামী শক্তির ভূমিকা, শহীদদের ত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সত্য ইতিহাস উপেক্ষিত হয়েছে। আমরা সরকারের কাছে এই মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্তির দাবি জানিয়েছি। তাছাড়া ঘোষণাপত্র প্রণয়নের আগে প্রতিটি রাজনৈতিক দলের মতামত গ্রহণ নিশ্চিত করার পরামর্শ দিয়েছি।”

বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হাবিবুর রহমান আজাদ, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য বজায় রাখা এবং আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

আরও পড়ুনঃ  ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তালিকা হচ্ছে
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ