25 C
Dhaka
Friday, February 21, 2025

সড়কে সভা করতে না দেওয়ায় ইউএনওকে বিএনপি নেতার হুমকি

কুমিল্লায় সড়কের ওপর যুবদলের কর্মিসভা করতে না দেওয়ায় লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিতাড়িত করার হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

রোববার (১৯ জানুয়ারি) এই হুমকির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর আগে শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলার লালমাই উপজেলার বাগমারা পূর্ব বাজারে একটি ফিলিং স্টেশনের সামনে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের কর্মিসভায় এ হুমকি দেন বিএনপি নেতা মোবাশ্বের।

স্থানীয়রা জানান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের কর্মিসভার আয়োজন করেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। ওই কর্মিসভার জন্য স্থান নির্ধারণ করা হয় কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের ওপর। সেখানে সামিয়ানা টানিয়ে প্রস্তুতিও নেওয়া হয় সভার। কিন্তু সড়কে চলাচলকারী মানুষদের দুর্ভোগের কথা ভেবে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ সড়ক ছেড়ে অন্যত্র সভা করার জন্য বলেন। পরে বাগমারা পূর্ব বাজারের পাশে ওই সভা সম্পন্ন করা হয়। সড়কের ওপর সভা করতে না পেরে প্রধান অতিথির বক্তব্যে লালমাই উপজেলা থেকে বিতাড়িত করার হুমকি দেন বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া।

আরও পড়ুনঃ  প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে ছাত্রলীগ নেতা আটক

এ হুমকির ৩ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে।

ভাইরাল ওই ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, ‘লালমাইয়ের প্রশাসন শেখ হাসিনার প্রেতাত্মা। আমি ভদ্রলোকের নাম জানি না। উনি কি হিন্দু না মুসলিম, সাদা নাকি কালো জানা নেই। আপনাদের যিনি ইউএনও আমি হলফ করে বলতে পারি শেখ হাসিনার তথা আওয়ামী লীগের পারপাস সার্ভ করে সে লালমাইতে। উনাকে আমি বলে দিচ্ছি, শেখ হাসিনাকে হটিয়েছি, আপনাকে লালমাই থেকে বিতাড়িত করার জন্য লালমাইবাসী ইউএনও অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করব। ২০০৮ সালে লোটাস কামালের সঙ্গে হেরে যাওয়ার পর গত ১৭ বছর আমি বাগমারা বাজারে এসেছি, চা খেয়েছি, মিটিং করেছি, কোনো দিন বাধার সম্মুখীন হইনি। কিন্তু এই ইউএনও আমার কর্মসূচিতে বাধা প্রদান করেছে। আপনার গত ৩-৪ মাসের কর্মকাণ্ড আমরা জানি, কার কাছ থেকে আপনি কী সুযোগ-সুবিধা গ্রহণ করতেছেন। আপনি বিএনপিকে বিকেন্দ্রীকরণ করতেছেন, আমরা সেটা জানি। মনোনয়ন নিয়ে আমাদের এখানে প্রতিযোগিতা আছে, আমি সেই প্রতিযোগিতা সাদরে গ্রহণ করব। আমি না পেলে যিনি পাবেন, আমি তার হয়ে কাজ করব। কিন্তু মাননীয় ইউএনও সাহেব বিএনপিকে নিয়ে ছিনিমিনি খেলার জন্য আপনাকে কেউ বেতন দেয় না। আমি এই কর্মসূচি থেকে আপনাকে সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু আপনার সব বের করব। মোবাশ্বের আলম ভূঁইয়া কিন্তু খেলোয়াড় খুব একটা খারাপ না। কত বড় দুঃসাহস, গত ১৭ বছর আমরা রাজপথে রক্ত ঝরিয়েছি, আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি। অথচ, আপনি এসেছেন আমাদের সাথে মশকরা করতে? আপনাকে আমি সাবধান করে দিচ্ছি।’

আরও পড়ুনঃ  ফেসবুক স্ট্যাটাস দিয়ে চাকরি ছাড়লেন ওসি

বিএনপির কেন্দ্রীয় একজন নেতার এমন বক্তব্যে সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। নেটিজনরা নানান মন্তব্য করতে দেখা গেছে ভাইরাল ভিডিওতে।

এ বিষয়ে বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, দেশে কোথাও এখন বিএনপির সভায় প্রশাসন বাধা দেয় না। কিন্তু আমার এলাকায় তিনি এটা কেন করলেন, তিনি কার পারপাস সার্ভ করলেন। তাকে শুধরাতে হবে, না হয় চলে যেতে হবে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ বলেন, সড়কের ওপর ছামিয়ানা টানিয়ে প্যান্ডেল নির্মাণ করে কর্মিসভার আয়োজন করা হয়েছিল। যানজট ও জনভোগান্তি এড়াতে আমি তাদের বিকল্প স্থানে সভা করতে বলেছিলাম। আমার প্রতি তিনি (বিএনপি নেতা মোবাশ্বের আলম) মনক্ষুণ্ন হয়ে এমন বক্তব্য দিয়ে থাকতে পারেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ