23 C
Dhaka
Saturday, February 22, 2025

মধ্যরাতে ডিবির অভিযানে জুয়াড়িদের হামলায় আহত ৩ পুলিশ সদস্য

ফরিদপুরের মধুখালীতে মাদক ও জুয়ার আসরে অভিযানকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিমের ওপর
হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে।

এদিন রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আহতরা হলেন, উপ-পরিদর্শক (এস আই) জব্বার হোসেন (৪৫), দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) এবং এএসআই শফিকুল ইসলাম (৪০)। এছাড়া আরও ৪-৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের আগ্রহ পাকিস্তানি ‘জেএফ-১৭ থান্ডারে’

ফরিদপুর মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. তৌসিফ সরকার প্রিয় জানান, আহতদের মধ্যে জব্বারের মাথায় তিনটি ক্ষতের আঘাত রয়েছে। অপর দু’জনকে পিটিয়ে জখম করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

খবর পেয়ে রাত ১২ টার দিকে হাসপাতালে পৌঁছান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় অতিরিক্ত পুলিশ
সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) শৈলেন চাকমা জানান, রাতে ডুমাইন বাজারে মাদক ও জুয়ার আসরের খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় দু’জনকে মাদকসহ আটক করা হয়। জব্দ করা হয় টাকাসহ অন্যান্য সরঞ্জামও।

আরও পড়ুনঃ  জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই : জামায়াত আমির

এরপর জব্দকৃত মালামাল আনার ক্ষেত্রে স্থানীয়দের সাক্ষীর দরকার পড়লে বাজার কমিটির সভাপতিকে ডাকা হয়। সে আসার আগেই মাদক ব্যবসায়ী ও জুয়ারিরাসহ কতিপয় দুর্বৃত্তরা মিলে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে। এছাড়া মাদকসহ দু’জনকে আটক করে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বাজারের একটি দোকানে নিয়মিত জুয়ার আসর বসিয়ে তাস খেলা হয়। সেখানে
মাদকেরও রমরমা ব্যবসাও হয়। এছাড়া ওই এলাকার বিভিন্ন জায়গায় নিয়মিত জুয়ার আসর বসে থাকে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে : তারেক রহমান
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ