22 C
Dhaka
Wednesday, February 19, 2025

কামাল মজুমদার, মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার

কামাল মজুমদার, মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

অন্যান্যরা হলেন, রমনা জোনাল টিম ডিবির সাবেক দুই ডিসি মো. মশিউর রহমান, মো. জুয়েল রানা ও আওয়ামী লীগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সভাপতি মনিরুজ্জামান।

বুধবার (২২ জানুয়ারি) সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ।

দুই মামলায় ৪ দিনের রিমান্ডে নদভী
হত্যাচেষ্টা মামলায় পলক-সাদেক দুই দিনের রিমান্ডে
এরপর মামলার তদন্ত কর্মকর্তারা এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদালত সেটি মঞ্জুর করে আদেশ দেন।

আরও পড়ুনঃ  আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো জনতা ব্যাংক দাউদকান্দি শাখা

এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে হাজারীবাগ থানার এক হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মিরপুর থানার দুই হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার, ধানমন্ডি থানার এক হত্যা মামলায় ডিবির রমনা জোনের সাবেক দুই ডিসি মো. মশিউর রহমান ও মো. জুয়েল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া বিএনপির সমাবেশে যুবদল নেতা শামীম হত্যার অভিযোগে পল্টন থানার মামলায় আওয়ামী লীগের ঝালকাঠির রাজাপুর উপজেলার সভাপতি মনিরুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ