24 C
Dhaka
Tuesday, February 18, 2025

হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাজধানীর হাজারীবাগে সজল রাজবংশী (৩৭) নামের এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলিতে আহত করে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে হাজারীবাগের সেকশন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী সজল রাজবংশীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহতের ছোট ভাই জয় রাজবংশী বলেন, তার বড় ভাই কামরাঙ্গীরচরে ‘ইতি জুয়েলার্স’ এর মালিক।

আরও পড়ুনঃ  সবচেয়ে বড় মশকরা হচ্ছে ছাত্রদের সাথে: হাসনাত আবদুল্লাহ

রাতে দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে হাজারীবাগ জেলে পাড়ার বাসায় ফিরছিলেন। পথে বেড়িবাঁধ এলাকায় সড়কে অজ্ঞাত চার/পাঁচজন হেলমেট পরিহিত অবস্থায় গতিরোধ করে এবং ফাঁকা গুলি করে। পরে সজল রাজবংশীর বাম পায়ে গুলি করে আহত করে তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
আহত অবস্থায় সজল রাজবংশীকে উদ্ধার করে বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক ফারুক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যবসায়ী ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুনঃ  আলটিমেটামেও কাজে যোগ দেননি কিছু পুলিশ কর্মকর্তা
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ