21 C
Dhaka
Saturday, February 22, 2025

মহাসড়কে গাড়ি থামিয়ে গভীর ঘুমে চালক, পেছনে ৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঘন কুয়াশার কারণে গাড়ি চালাতে পারছিলেন না চালকরা। তাই গাড়ি থামিয়ে ঘুমিয়ে পড়তে থাকেন তারা। এরপরেই মহাসড়কে সৃষ্টি হতে থাকে দীর্ঘ যানজট।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে কুমিল্লার ইলিয়টগঞ্জ অংশে সৃষ্টি হওয়া এই যানজট ৫ কিলোমিটার ছাড়িয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার ভোররাতে যানজটের সৃষ্টি হলে সকালে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের ঘুম থেকে জাগিয়ে যানজট নিরসনে কাজ শুরু করে। মহাসড়কের ইলিয়টগঞ্জের কুটুম্বপুর থেকে গোমতা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। তবে শুক্রবার দিনব্যাপী যানজট না থাকলেও মহাসড়কে থেমে যান চলাচলের দৃশ্য দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যাদের নাম প্রস্তাব করেছেন সমন্বয়করা

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বলেন, শুক্রবার ভোররাতে যানজট সৃষ্টি হয়েছিল। চালকরা সড়কে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েছিলেন। আমরা সড়কে এসে সবাইকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ