সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় রিজেন্ট পার্ক রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ছাত্রদল নেতাসহ ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, মামলায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়। এ ছাড়া ছাত্রদলের কর্মী আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ২৫০ থেকে ৩০০ জনকে।
মামলার বাদী রিজেন্ট পার্কের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ ঢাকা পোস্টকে বলেন, দুর্বৃত্তরা আমার রিসোর্টে অনেক ক্ষতি করেছে। আমার যে বিল্ডিংয়ে আগুন দিয়েছে সেটি ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারিনি। এ ছাড়া কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি করা হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে আসামি ধরুক। আমি ন্যায়বিচার চাই, আর কিছু বলতে চাই না।
পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রিজেন্ট পার্কে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে মোগলাবাজার থানায়। মামলার বাদী হয়েছেন রিজেন্ট পার্ক রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ। আমরা এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারিনি। তবে ঘটনায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছি।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রিজেন্ট পার্ক রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয় বাসিন্দারা ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা রিসোর্টে হামলা ও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপর সেখানে ব্যাপক লুটপাট করা হয়।
এরপর স্থানীয় বাসিন্দারা কাজী ডেকে ওই তরুণ-তরুণীদের পরিবারের লোকজনের উপস্থিতি আটজনের বিয়ে দেন। এদের মধ্যে তিনজনের ১০ লাখ টাকা করে এবং একজনকে ১২ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়।