খুলনার তেতুলতলা মোড় এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে অর্নব কুমার সরকার নামে এক যুবককে হত্যা করেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান হাবীব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অর্নব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র। নিহত অর্নব শহরের সোনাডাঙ্গা থানার আবু আহম্মেদ সড়কের বাসিন্দা। তার বাবার নাম নীতিশ চন্দ্র সরকার।
সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, অর্নব রাত ৯টার দিকে তেতুলতলা মোড়ে মোটর সাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন। এ সময় ৪/৫ জনের একদল সন্ত্রাসী এসে তাকে কুপিয়ে ও গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি।