28 C
Dhaka
Thursday, February 20, 2025

স্বামীদের আচরণে বিরক্ত, একে অপরকে বিয়ে করলেন ২ নারী

নিজেদের মদ্যপ স্বামীর আচরণে বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে এসে একে অপরকে বিয়ে করেছেন দুই নারী। কবিতা এবং গুঞ্জা ওরফে বাবলু নামে ওই দুই নারী ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় দেওরিয়ার ছোট কাশী নামে পরিচিত শিব মন্দিরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ওই দুই নারীর একে অপরের সঙ্গে পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

তারা একই কারণে পারিবারিক সহিংসতার শিকার হওয়ায় প্রথমে তাদের মধ্যে বন্ধুত্ব ও পরে ঘনিষ্ঠতা বাড়ে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ  কারফিউ প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

তিনি কবিতাকে সিঁদুর পরিয়ে দেন এবং একে অপরের সঙ্গে মালা বিনিময় করেন। এরপর তারা সাতপাকে বাঁধা পড়েন।
গুঞ্জা বলেন, আমাদের স্বামীদের অত্যাচারে আমরা বিরক্ত ছিলাম। এটি আমাদের শান্তি ও ভালোবাসার জীবন বেছে নিতে বাধ্য করেছিল।

মন্দিরের পুরোহিত উমা শঙ্কর পান্ডে জানান, ওই ২ নারী মালা এবং সিঁদুর কিনে এনে বিয়ে করেন এবং তারপর চলে যান।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ