22 C
Dhaka
Wednesday, February 19, 2025

এবার ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দি থাকা ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

শনিবার (২৫ জানুয়ারি) গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা চার ইসরায়েলি নারী সেনা জিম্মিকে মুক্তি দেওয়ার পর ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হয়েছে। খবর আল জাজিরা।

ইসরায়েলি কারা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কারাগারে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন ও রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদনের পর ওফার এবং কেটিজিওট কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়েছে।’

চুক্তির দ্বিতীয় দফায় শনিবার মোট ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

আরও পড়ুনঃ  বগুড়ায় আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার

এর আগে আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, চার ইসরায়েলি নারী সেনা জিম্মিকে মুক্তির আগে, বেশ কয়েকজন মুখোশধারী হামাস ও ইসলামিক জিহাদ যোদ্ধা প্যালেস্টাইন স্কোয়ারে জড়ো হয়েছিল। এছাড়াও স্থানটিতে ফিলিস্তিনিরাও জড়ো হয়েছিল। শত শত হামাস সদস্য ছাড়াও, ফিলিস্তিনের অন্যান্য ইসলামিক দলগুলোও সেখানে উপস্থিত ছিলো।

মুক্তির আগে রেড ক্রসের প্রতিনিধি ও হামাসের এক যোদ্ধাকে নথিতে স্বাক্ষর করতে দেখা গেছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ