23 C
Dhaka
Saturday, February 22, 2025

‘মনোমত হইলে মুক্তিযোদ্ধা, আর না হইলে রাজাকার’

মনোমত হইলে মুক্তিযোদ্ধা, আর না হইলে রাজাকার’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে দেশের আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। যদি তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থাকতেন তাহলে তাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আজহারী বলেন, “৭১ যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানী। মনোমত হলে মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। ৭১ সালে আমরা দেখি নাই, শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ে কালিমা বলার কথা বলা হতো।”

আরও পড়ুনঃ  মাঠে ঠাঁই না পেয়ে এলাকায় প্রজেক্টরে দেখছেন আজহারীর মাহফিল

আজহারী আরও বলেন, “আমি যেখানেই যাই, জেন-জি (নতুন প্রজন্ম) আমাকে ছাড়ে না। এরাই আগামীর বাংলাদেশ। এদের হাতেই নিরাপদ আমার লাল-সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে।”

এদিকে মাহফিলে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ড. শফিকুল ইসলাম মাসুদ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজিমুল আহসান।

ড. আজহারী তার বক্তব্যের শুরুতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “মাসুদ ভাইয়ের অনুরোধে পটুয়াখালীর এই প্রোগ্রামটি করতে হয়েছে। অসাধারণ প্রোগ্রাম, অসাধারণ এখানকার মানুষ।”

আরও পড়ুনঃ  জাতীয় সঙ্গীত পরিবর্তন চাইলেন আবদুল্লাহিল আমান আযমী

প্রসঙ্গত, মাহফিলটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। মাহফিলে বক্তব্য শেষে তিনি আখেরী মোনাজাত পরিচালনা করেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ