21 C
Dhaka
Thursday, February 20, 2025

নরসিংদীতে আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষ চলছে, নিহত ১

নরসিংদী রায়পুর বাশগাড়িতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে একজনের। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার (২৬ জানুয়ারি) রায়পুরা উপজেলার বাশগাড়ি চরাঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা যায়, বাশগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুলের সঙ্গে বর্তমান চেয়ারম্যান জাকিরের জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জেরে সকালে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। একপর্যায়ে দেশীয় অস্ত্রের পাশাপাশি ছোঁড়া হয় গুলি। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান আশরাফুল সমর্থক আলম নামে একজন।

এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের রায়পুরাসহ আশাপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ।

আরও পড়ুনঃ  কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ