22 C
Dhaka
Thursday, February 20, 2025

নরসিংদীতে আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ২

নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার (২৬ জানুয়ারি) সকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিহতরা হলেন- আলমগীর হোসেন আলম (৩২) এবং আলি আহমেদ (২৪)। নিহত আলমগীর সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুলের সমর্থক বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে এর আগে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। ওই সব সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত ও আহত হওয়ার ঘটনায় মামলা ও পাল্টা মামলা রয়েছে। এর জেরে আজ সকাল ৮টার দিকে দুইপক্ষ টেটা, বললম, দাঁ, ছুরি ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

আরও পড়ুনঃ  হাসপাতালে মাওলানা মামুনুল হক, দেশবাসীর কাছে দোয়া কামনা

এ সময় প্রতিপক্ষের ছরাগুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আশরাফুল চেয়ারম্যানের সমর্থক আলমগীর। আদিলুর জামিল নামে আরও একজন নিহত হয়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী, নবীনগর, বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ জানান, চর দখল ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইগ্রুপ সংঘর্ষ জড়ায়। এতে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

আরও পড়ুনঃ  আজ চট্টগ্রাম প্যারেড ময়দানে বয়ান করবেন আজহারী
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ