বরিশালের কাশিপুর এলাকা থেকে মানবদেহের ৬টি টুকরা উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কাশিপুরের হাতেম মীরের দিঘি ও এর আশপাশের এলাকা থেকে অংশগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, সকালে স্থানীয় এক ব্যক্তি আলতাফ মেয়ার পুকুরে হাতমুখ ধুতে যায়। এ সময় মানুষের পায়ের একটি অংশ দেখতে পায়। এরপর পার্শ্ববর্তী হাতেম মীরার দিঘিতে এক কিশোর মরা মাছ মনে করে একটি বস্তু উঠালে সেখানে আরেকটি পায়ের অংশ পায়। এই ঘটনায় স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ সন্ধান চালিয়ে মানবদেহের মোট ৬টি টুকরা উদ্ধার করে। এর মধ্যে রয়েছে পলিথিনে মোড়ানো কলিজা, রানের অংশ, পায়ের নিচের অংশ। তবে মাথা বা হাত-পায়ের আঙুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রুনা লায়লা জানান, অংগগুলো নারী না পুরুষের তা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। টুকরাগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ডিএনএ টেস্টসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যাবে এটি কার। তাছাড়া গত কয়েকদিনে যেহেতু কোনো নিখোঁজ মামলা বা সাধারণ ডায়েরি হয়নি, তাই ধারনা করা হচ্ছে এটি নগরীর বাইরের ঘটনা। তবে পরিচয় উদ্ধার ও রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।