22 C
Dhaka
Wednesday, February 19, 2025

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন পরীমণি

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন পরীমণি
ঢাকাই চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত এই আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গণমাধ্যমে মুখ খুললেন নায়িকা।

পরীমণি জানালেন, তার দুইবার আদালতে যাওয়ার কথা থাকলেও বেশ কিছু কারণে তিনি যেতে পারেননি।

পরীমণির কথায়, ‘আমি আজ আদালতে যেতে পারিনি। এর আগেও একবার যেতে পারিনি, সেবার আমার মৃত নানুর একটা বিষয় ছিল। এবার আমার অসুস্থতার কারণে। আমার আইনজীবীকে তা জানিয়েছি। শরীর অসুস্থ থাকলে তো কিছুই করার নেই।’

আরও পড়ুনঃ  একজন সর্বোচ্চ দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়

গ্রেপ্তারি পরোয়ানার খবরে চিন্তিতও নন পরীমণি। তবে এটিকে বিব্রতকর ও উটকো ঝামেলা বলে মনে করেন নায়িকা।

পরীমণি বলেন, ‘এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা, বিব্রতকর ও উটকো ঝামেলা। এখানে ভয়ের কিছু নেই। আমি আইনিভাবে মোকাবিলা করব। জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ