বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা শার্শার কালিয়ানী গ্রামে চাঁদা না দেওয়ায় এক কৃষক পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার রাতে কালিয়ানী গ্রামের কবীর হোসেনের বাড়ীতে গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সর্দারের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ সময় আহত হন আয়ুব হোসেন, মোক্তার আলী, কবীর হোসেন, ফারুক হোসেন ও জুলফিকার আলী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে ১০টায় কবীর হোসেনের বাড়িতে ৫০-৬০ জন লোক এসে হামলা চালিয়ে পরিবারের ৬ জনকে বেদম মারধর করে। এ সময় তারা বাড়িতে থাকা মহিলাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
কৃষক কবীর হোসেন ও তার পরিবারের সদস্যরা জানান, তাদের প্রতিবেশী ইসমাইল হোসেনের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। জমিটি দীর্ঘ ১২ বছর ধরে জবর দখল করে আসছিল ইসমাইল হোসেন।
গত ৫ আগস্টের পর কবীর হোসেন তার জমিটি ফেরত নিলে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য শুরু হয়। বিষয়টি নিয়ে সালিসও হয়েছে কয়েকবার।
তারা জানান, গত কয়েক দিন আগে গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সর্দার কবীরের কাছে ২ লাখ টাকা চাঁদা চান। কবীর হোসেন চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার রাতে বিএনপি নেতা হামিদ সর্দার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সসস্ত্র হামলা চালায় কবীরের পরিবারের ওপর।
শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, কালিয়ানী গ্রামে মারামারির ঘটনা ঘটেছে। আমি সেখানে সরজমিনে গিয়েছি। মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।