22 C
Dhaka
Friday, February 21, 2025

শিবিরকে নিয়ে আপত্তি, জাকসুর মতবিনিময় সভা বর্জন করল ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের লক্ষে গঠিত পরিবেশ পরিষদের সঙ্গে ছাত্রসংগঠনগুলোর মতবিনিময় সভা বর্জন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (২৬ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

তাদের দাবিগুলো হলো- জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার নিশ্চিত করা, প্রশাসন সম্পূর্ণরূপে সংস্কার করা, ফ্যাসিবাদমুক্ত প্রশাসনের অধীনে জাকসু নির্বাচন করা এবং ছাত্রশিবিরের রাজনৈতিক সুরাহা না হওয়া পর্যন্ত জাকসুতে অংশগ্রহণ না করা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সভা শুরুর কিছুক্ষণ পরেই ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সিনেট হলে প্রবেশ করেন। তবে তারা কোনো আসনে বসেননি। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম তাদের বসতে অনুরোধ জানান। কিন্তু ছাত্রদলের নেতারা স্লোগান দিতে থাকেন এবং কোনো আসন গ্রহণ করেননি। একপর্যায়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রুবেল সভায় যদি ছাত্রশিবিরের নেতারা উপস্থিত থাকেন, তাহলে জাকসু সংক্রান্ত কোনো আলোচনায় ছাত্রদল অংশ নেবে না বলে মন্তব্য করেন। এরপর ছাত্রদলের নেতারা চার দফা দাবি জানিয়ে সভাস্থল ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  যে কারণে সেন্ট মার্টিন দ্বীপ ইস্যুতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, জাকসু নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারেনি। বিভিন্ন বিভাগ থেকে ছাত্র প্রতিনিধি চাওয়া হয়েছে সেটা কিসের ভিত্তিতে করা হয়েছে আমার জানা নেই। ফ্যাসিবাদের দোসর ও ১৫ থেকে ১৭ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার ব্যতীত জাকসু নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে না।

এর আগে বিকেল ৩টার দিকে পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই জাকসুর বাস্তবায়ন চান বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বিভাগীয় প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা : নাহিদ

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) সোহেল রানা বলেন, জাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে বড় অংশীজন। এখানে কারও হস্তক্ষেপে জাকসু বিলম্বিত হোক তা চাই না। জাকসু আমাদের প্রাণের দাবি। দ্রুততম সময়ের মধ্যে জাকসু বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

জাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ নয়, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি বৈধ সংগঠন হিসেবে গণ্য করতে বাধ্য। ক্যাম্পাসে বৈধ সংগঠন হিসেবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দাওয়াত পেয়ে আমরা জাকসুর বিষয়ে আলোচনা করেছি। আদর্শিকভাবে আমাদের মোকাবিলা করতে ব্যর্থ হয়ে কিছু পক্ষ ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে।

আরও পড়ুনঃ  সভাপতি পদে জামায়াত, সম্পাদকসহ বাকি সবগুলোতে জিতেছে আওয়ামী লীগ

প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এ লক্ষে গত ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে প্রশাসন। পরে ১১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা, ২১ জানুয়ারি পরিবেশ পরিষদ ও ২৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। এছাড়া রোডম্যাপ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ