উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসছে কি না। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘পরিবর্তন নিয়ে কোনো খবর আপাতত নেই। দেশে এখন সে রকম পরিস্থিতিও তৈরি হয়নি। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তখন পরিবর্তন হতে পারে।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। নিরপেক্ষ সরকারের যে দাবি বিএনপি তুলছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ড. আসিফ নজরুল বলেন, ‘বিএনপির সাথে ছাত্রনেতাদের (বা গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর) কোনো দূরত্ব বা ভুল-বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েক দিনে পেয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমি যতটুকু জানি আর বিশ্বাস করি—বিএনপি ষড়যন্ত্র বা ১/১১ ধরনের কিছুতে আগ্রহী নয়। ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না।
জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে। বিএনপি ও ছাত্রনেতারা এমনকি নির্বাচনকেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন (এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষে)। তাই বিরোধের কোনো কারণ নেই।’