29 C
Dhaka
Wednesday, February 19, 2025

টোলকর্মীকে লাঞ্ছিত করলেন বিএনপি নেতা নাজমুল মোস্তফা।

চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় টোল নিতে দেরি হওয়ায় টোলকর্মীকে (কম্পিউটার অপারেটর) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নাজমুল মোস্তফা ওরফে আমিন নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। রোববার (২৬ জানুয়ারি) রাতে ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।

নাজমুল মোস্তফা লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক। এ ছাড়া তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদকও। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নাজমুল মোস্তফা টোলকর্মীর টি-শার্টের কলার টেনে ধরে এবং কম্পিউটারের মনিটরে আঘাত করেন।

আরও পড়ুনঃ  ‘কোনো সন্দেহ নেই, কাশ্মীর স্বাধীন হবে ও পাকিস্তানের অংশ হবে’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন। গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল। টোল নিতে দেরি হওয়ায় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং এক টোলকর্মীর ওপর ক্ষুব্ধ হন। ওই সময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তার টি-শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন। টোল প্লাজার বুথে থাকা কম্পিউটারের মনিটরে আঘাতও করেন তিনি।

এ বিষয়ে শাহ আমানত সেতুর ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, ‘বিষয়টি যেভাবে ছড়িয়ে গেছে আসলে সে রকম সিরিয়াস কিছু হয়নি। তবে শুক্রবারে গাড়ির চাপ বেশি থাকায় তিনি (বিএনপির নেতা) টোলের বুথে প্রবেশ করে টোলকর্মীকে বকাঝকা করেন। ওই সময় আমাদের কর্মী কথা বলেনি।’

আরও পড়ুনঃ  নেতৃত্ব সঙ্কটে আওয়ামী লীগ, ভেঙে যেতে পারে দল

তিনি বলেন, ‘ওই সময় গাড়িবহরে সিটি মেয়র ছিলেন। তিনিও আটকা পড়ায় পরে গাড়ি থেকে নেমে বিকল্প পথে হেঁটে জুমার নামাজ পড়তে চলে যান। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ-সওজকে জানানো হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে নাজমুল মোস্তফা আমিনের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ