24 C
Dhaka
Friday, February 21, 2025

সাত কলেজ ইস্যুতে ছাত্রলীগের হাতুড়ি পড়েছিল নুসরাতের ওপর

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের। উভয় পক্ষের দাবি একই হলেও এসংক্রান্ত একাধিক আন্দোলনে ঘটেছে হামলার ঘটনা।

সোমবার এ নিয়ে স্মৃতিচারণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম। তিনি বলেন, “আমার জীবনে ছাত্রলীগের হাতুড়ির মার আর রাজনৈতিক পথচলা দুটোই একসঙ্গে শুরু হয়েছিল ‘সাত কলেজ অধিভুক্তি বাতিল’ আন্দোলনের মাধ্যমে।

এত বছরে পদ্মা-মেঘনায় কত পানি বয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত ঘটনা ঘটে গেল! হাসিনার বিষদাঁত উপড়ে গেলেও এই দুর্ভোগ শেষ হয়নি এত দিন

আরও পড়ুনঃ  এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

নুসরাত আরো বলেন, ‘গতকাল ঘটে গেল বেদনাদায়ক সংঘর্ষ! দুই প্রতিষ্ঠানেই আমাদের খুব কাছের ভাই বন্ধুরা আহত হয়েছেন! এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যারা ষড়যন্ত্র করে ঘটালেন, আপনাদের হিসাবটা সময় নেবে!’

তিনি বলেন, ‘এত দুর্ভোগের পর অবশেষে আসছে সমাধান। ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা আমাদের ভাইবোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের মতো তারা আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে।

কিন্তু প্রশাসনিক জালে জড়িয়ে কোনো পক্ষ আর হেনস্তা হবে না। কোনো ষড়যন্ত্র বা প্রশাসনিক প্যাঁচাল দিয়ে এদের মধ্যে বিভেদ বা অশান্তি সৃষ্টির চেষ্টা হলে আপনারা তা রুখে দেবেন। হক এবং বাতিলের তফাত হবে ঐক্যে।

আরও পড়ুনঃ  মসজিদের ইমামের তো কোনো দোষ নেই: জবি ছাত্রী
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ