দাউ দাউ করে জ্বলছে ঘর, আটকে পড়া কিশোরের আর্তনাদ
অগ্নিদগ্ধ ঘর ভেঙে কিশোরকে উদ্ধারের দৃশ্য
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিলু শেখের পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে নিলু শেখের পাড়া এলাকার হাসেম মোহরীর বাড়িতে এ অগ্নিকাণ্ড হয়। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাবেকুল ইসলাম জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে দাউ দাউ করে ঘর জ্বলতে থাকে। বাইরে শত শত মানুষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন লাগা ঘরের একপাশে জানালার কাছে তখনো আগুন পৌঁছাতে কিছুটা বাকি। সেখানে দাঁড়িয়েই নিজেকে রক্ষার চেষ্টা করেন নিমাই সরকারের ছেলে নিত্যুন সরকার (১৪)। তার কান্না শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তাকে উদ্ধারের কোনো পথ খুঁজে না পেয়ে একপর্যায়ে বাধ্য হয়েই কুড়াল দিয়ে জানালার পাশের অংশ ভেঙে বের করা হয়। আর এই সময়ের মধ্যেই আগুনে পুড়ে গুরুতর আহত হন নিত্যুন। যে দৃশ্যর একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এছাড়া এ ঘটনায় ভাড়াটিয়া জাহিদুল ইসলামের স্ত্রী সোমা (৩০) এবং আরও একজন অজ্ঞাত ব্যক্তি আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ভাড়াটিয়া দীনবন্ধুর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং চারটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সময় এলাকার যুবকরা সাহসিকতার সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন। বিশেষ করে গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদার অসুস্থ থাকার পরও উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশ নেন এবং তার সহায়তায় নিত্যুনকে ঘর থেকে বের করে আনা সম্ভব হয়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাবেকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটি সেমি-পাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।