ছাত্র-জনতার টানা আন্দোলনের মুখে পদত্যাগের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এতে তাকে দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙা রাখতে হিন্দি গান গাইতে এবং সরকারবিরোধী কৌশল নিয়ে আলোচনা করতে শোনা যায়।
ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, শেখ হাসিনা হিন্দি গান “তু চিজ বাড়ি হে মাস্ত মাস্ত” গাইছেন এবং তাদের ‘চিল মুডে’ থাকার পরামর্শ দিচ্ছেন। তার কণ্ঠে এই গান শুনে উচ্ছ্বসিত হয়ে নেতা-কর্মীরা একসঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান দেন। অডিওতে আরও শোনা যায়, দলীয় নেতা-কর্মীরা যেখানেই থাকুন না কেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি তাদের দিকনির্দেশনা দিচ্ছেন এবং দলকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানাচ্ছেন।
তিনি বলেছেন, “আওয়ামী লীগ পরগাছা নয় যে কেউ টান দিলে ছিঁড়ে যাবে। রাজনীতিতে আওয়ামী লীগ এক বটবৃক্ষ।” অডিওতে শেখ হাসিনাকে আরও বলতে শোনা যায়, ড. ইউনুসসহ সকল সমন্বয়কারীর ক্ষমতায় যাওয়ার আগের ও পরের সম্পদের হিসাব তৈরি রাখতে হবে। কাউকে ছাড়া দেওয়া হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার জনগণকে জিম্মি করে রেখেছে। চারদিকে শুধু লুটতরাজ আর হত্যা চলছে। এভাবে একটা দেশ চলতে পারে না।
অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা আওয়ামীলীগ নির্বাচন করতে না পারার জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, “কী দোষ করেছে আওয়ামী লীগ? কী দিতে পেরেছেন আপনারা আন্দোলন করে?” ফাঁস হওয়া এই অডিও ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার বক্তব্যে স্পষ্ট যে, তিনি এখনো দলের নেতা-কর্মীদের একত্রিত রাখতে তৎপর এবং রাজনৈতিক ময়দানে ফেরার পরিকল্পনা করছেন।