22 C
Dhaka
Wednesday, February 19, 2025

সাবেক এমপি নিজাম হাজারীকে পশ্চিমবঙ্গে আটকের দাবি

আওয়ামী লীগ সরকারের ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হয়েছেন, এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ‘অবৈধভবে আধার কার্ড সংগ্রহ করতে গেলে পালিয়ে থাকা আওয়ামী লীগের ডামি এমপি নিজামুদ্দিন হাজারীকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।’

আরও বলছে, ‘ফেনীর সন্ত্রাসী গডফাদার হাজারী ও তার ঘনিষ্ঠ ক্যাডাররা স্থানীয় দালাদের মাধমে চুক্তিতে বৈধভাবে কলকাতায় বসবাসের উদ্দেশে ঔই কার্ড সংগ্রহ করার চেষ্টা করলে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের আটক করে।’

তবে এ তথ্য সঠিক নয় বলে মঙ্গলবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

ফ্যাক্ট চেকিং সংস্থাটির টিমের অনুসন্ধানে জানা গেছে, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হননি বরং, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

আরও পড়ুনঃ  এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

অনুসন্ধানের শুরুতে দাবির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে নিজাম উদ্দিন হাজারী পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হয়েছেন, এমন দাবির সপক্ষে ভারতীয় বা বাংলাদেশি সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

দাবির সূত্রপাত সম্পর্কে জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘Abdur Rab Bhuttow’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৮ জানুয়ারি রাত ১০টা ৩ মিনিটে করা পোস্টটি সম্ভাব্য প্রথম পোস্ট হিসেবে পাওয়া যায়। তবে এই পোস্টে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি।

পরে দাবির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে বলেন, ‘এমন কোনো গ্রেপ্তারের বিষয়ে আমার কিছুই জানা নেই।’

তবে গত বছরের ৬ আগস্ট মূলধারার গণমাধ্যম যুগান্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার সময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও এমপির দেহরক্ষী পিএস মানিককে আটক করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড।’

আরও পড়ুনঃ  চট্টগ্রাম নিয়ে ‘রিপাবলিক বাংলা’র বিতর্কিত প্রতিবেদন, নিন্দার ঝড়

সে সময় একই তথ্যে সংবাদ প্রকাশ করে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা টাইমস।

নিজাম উদ্দিন হাজারীকে আটকের বিষয় সম্পর্কে জানতে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে বলেন, ‘গত ৬ আগস্ট নিজাম উদ্দিন হাজারী আটকের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

মূলধারার অনলাইন সংবাদমাধ্যম বাংলা নিউজ২৪-এর ওয়েবসাইটে গত ১ জানুয়ারি ‘চব্বিশের বিপ্লব, ফেনীতে হাজারী যুগের অবসান’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে নিজাম হাজারীর বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের একটি বক্তব্য পাওয়া যায়। তিনি বলেন, ‘এখন পর্যন্ত নিজাম হাজারীর নামে ৮টি হত্যা মামলাসহ ৯টি মামলা হয়েছে। তার নামে নানা অপকর্মের অভিযোগ পাওয়া যাচ্ছে। তাকে গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’

আরও পড়ুনঃ  সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট, মোট আসন ৫০৫

নিজাম হাজারীকে আটকের দাবিটি ভুয়া বলে নিশ্চিত হলেও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, নিজাম হাজারী গ্রেপ্তার না হলেও গত ১২ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তার ব্যক্তিগত সহকারী (পিএ) মোহাম্মদ ফরিদ মানিক আটক করেছে পুলিশ। পরদিন ১৩ আগস্ট ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

রিউমর স্ক্যানার টিম বলছে, সুতরাং নিজাম উদ্দিন হাজারী ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হয়েছেন, এই দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা ও গুজব।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ