29 C
Dhaka
Wednesday, February 19, 2025

শায়খ আহমাদুল্লাহর যে মন্তব্যে নেট দুনিয়ায় তোলপাড়!

জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন দেশের আলোচিত ইসলামিক বক্তা ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলন চলাকালে পুলিশের এই হস্তক্ষেপকে তিনি কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন।

শায়েখ আহমাদুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, “ভাত দেবার মুরুদ নেই, কিল দেবার গোসাই। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে এই জিনিসটাই ঘটেছে। বিগত ৪০ বছর ধরে সিলেবাস, কারিকুলাম, নীতিমালা সরকার চাপিয়ে দিচ্ছে, কিন্তু ন্যূনতম জীবনধারণের মতো বেতনটুকু দিচ্ছে না। সম্মানিত শিক্ষকরা যখন অভাব-অনটনের কাছে হার মানেন, একান্ত মানবিক ও যৌক্তিক দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্য হন, এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। সরকারের উচিত এই শিক্ষকদের প্রতি সুবিচার করা এবং জাতির ৪০ বছরের ভুল শুধরে নেওয়া।”

আরও পড়ুনঃ  ইসরায়েলি কারাগারে ১৪ মাসে কোরআন হিফজ করেন ফিলিস্তিনি এই তরুণ

উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণের দাবিতে গঠিত ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ডাকে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। তাদের আন্দোলনে পুলিশের কঠোর হস্তক্ষেপে ২৫০ জনেরও বেশি শিক্ষক আহত হয়েছেন। পুলিশের এই কর্মকাণ্ডকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “পুলিশের লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ একদম ভালো কাজ হয়নি।”

শায়েখ আহমাদুল্লাহর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ