29 C
Dhaka
Saturday, February 22, 2025

শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমরণ অনশনের ডাক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িত সবার ফাঁসির দাবিতে এবার আমরণ অনশনের ডাক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।

তিনি বলেন, চব্বিশের রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে মুক্তিকামী ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী খুনি হাসিনাসহ সব হত্যাকারীদের ফাঁসির দাবিতে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি।

রাসেল আহমেদ বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই- পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা জুলাই আন্দোলনে আমাদের ভাইবোনদের ওপর গুলি চালিয়েছে; তাদের বিচারের জন্য যতদিন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে না আমরা এখান থেকে উঠব না।

আরও পড়ুনঃ  ‘ব্যবসায়ী ও তৌহিদি জনতার’ বাধায় শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ