অতিদ্রুত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করে গণ-শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
আব্দুল হান্নান মাসউদ বলেন, যাত্রাবাড়ীতে বিএনপি কর্মীকে খুন এবং শাহবাগে শিবিরের অঙ্কিত জুলাই গ্রাফিতি মুছে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ।
প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ এখনো কীভাবে এমন কাজ করার সাহস পায়? রাজপথে মিছিল করার সাহস পায়? প্রশাসন কী করে? অতিদ্রুত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করে গণ-শাস্তির আওতায় নিয়ে আসা হোক।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট ও গণবিরোধী আওয়ামী লীগ দেশ ও দশের শত্রু। এরা সুযোগ পেলে সকল দলকে ছোবল মারতে ন্যূনতম দ্বিধা করবে না। প্রশাসনের নিস্ক্রিয়তা এবং রাজনৈতিক অনৈক্য থাকলে এরা গুপ্ত হামলা চালানোও শুরু করতে পারে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আব্দুল হান্নান মাসউদ বলেন, আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ নেই।
আওয়ামীলীগের প্রশ্নে কোনো দল-মত-গোষ্ঠী নেই। আগামীতে কোনো ফ্যাসিস্টকে রাজনীতি করতে সুযোগ দেওয়া হবে না। যদি কোনো দল বা গোষ্ঠী গণবিরোধী আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করে, তবে সে দলকে ৫ আগস্টের কথা আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই।
প্রবীণদেরকে বলবো, সনাতনী ধারার রাজনীতি ছেড়ে নতুন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা নিন।