চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। মিছিলের পর অভিযান চালিয়ে পুলিশ একজনকে আটক করার কথা জানিয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে নগরীর ব্যস্ততম জিইসি মোড় এলাকায় মিছিল করে কয়েক মিনিটের মধ্যে সরে পড়েন। পরে এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ দিকে আজ সকাল ১০টায় বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজেও মিছিলের একটি ভিডিও দেওয়া হয়। হঠাৎ ছাত্রলীগের এই মিছিল নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
জানা যায়, গতকাল সকালে খুলশী থানার আওতাধীন জিইসি কনভেনশনের সামনে থেকে জামান হোটেল পর্যন্ত এই মিছিল হয়েছে। এতে অংশ নেন অর্ধশতাধিক লোক।
মিছিলের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান। মিছিলকালে দেওয়া বক্তব্যে তিনি বর্তমান অন্তর্বতী সরকারের পদত্যাগ দাবি করেছেন। প্রায় ১০ মিনিটের মধ্যে মিছিল শেষ করে সরে পড়েন নেতাকর্মীরা। ১ মিনিট ২৭ সেকেন্ড মিছিলের একটি ভিডিও ক্যাপশনে লেখা হয়, চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
জানতে চাইলে চট্টগ্রাম নগরের খুলশী থানার এস.আই আবদুল কুদ্দুস সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে ঝটিকা মিছিলটি হয়েছিল। পরে একজনকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। তবে আটককৃতের নাম-পরিচয় প্রকাশ করেননি এই পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গত, এরআগে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে হঠাৎ ঝটিকা মিছিল করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে গত বছরের ১৮ অক্টোবর দিবাগত রাতে নগরের জামালখান এলাকায় ছাত্রলীগের আরেকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে।