22 C
Dhaka
Friday, February 21, 2025

বিমানবন্দর থেকে গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা

বিদেশে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, বিমানবন্দরে গ্রেপ্তারের পর বিষয়টি আমাদের জানানো হয়। এরই মধ্যে আমাদের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র ও জনতার ওপর হামলা এবং দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় মীর রাব্বিউল ইসলাম সীমান্তের বিরুদ্ধে হত্যার মামলা রয়েছে। তাকে পাবনায় এনে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  খুলনায় স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, সাড়ে ৩ মাসে ৮ খুন

উল্লেখ্য, গত ৪ আগস্ট পাবনার আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা!

আন্দোলনরতদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম (১৯) ও মাহবুব হাসান নিলয় (১৪) নিহত হন এবং অনেক শিক্ষার্থী আহত হন। এই ঘটনার দুটি মামলাতেই সীমান্তকে প্রধান আসামি করা হয়।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ