22 C
Dhaka
Wednesday, February 19, 2025

বিপিএলে ব্যর্থতার দায় স্বীকার করলেন ক্রীড়া উপদেষ্টা-বিসিবি সভাপতি

শেষ দিকে চলে এসেছে বিপিএল। আগামীকাল শুরু হচ্ছে শেষ চারের লড়াই। তবে এবারের বিপিএলে মাঠের পারফরম্যান্সের চেয়ে বিতর্কই ছিল বেশি আলোচনায়। ফ্র্যাঞ্চাইজিগুলোর অব্যবস্থাপনা, খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু, এমনকি ফিক্সিং বিতর্কও ছায়া ফেলেছে আসরের ওপর। এর ফলে দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে স্বীকার করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

পারিশ্রমিক বিতর্কের রেশ না কাটতেই ফিক্সিংয়ের অভিযোগ নতুন করে উত্তপ্ত করেছে দেশের ক্রিকেটাঙ্গন। এই পরিস্থিতিতে বিসিবি কার্যালয়ে এসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অনেক কিছুতে সমন্বয় ঠিকমতো হয়নি। এনএসসিতে (জাতীয় ক্রীড়া পরিষদ) একটা সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তারা খুঁজে দেখবে ভুল কোথায় হয়েছে। তিনি আরও যোগ করেন, এবারের বিপিএলে আমাদের শেখার ছিল অনেক, ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব।

আরও পড়ুনঃ  মেসির দেখাদেখি বিশ্বকাপ শিরোপা নিয়ে ঘুমালেন সূর্যকুমারও

বিপিএলে সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করায় মালিকের সঙ্গে আলোচনা করেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, রাজশাহীর মালিকের সঙ্গে কথা বলেছি। তাকে পারিশ্রমিক পরিশোধের জন্য বলেছি। যদি তিনি সময়মতো না দেন, তবে আমরা আইনি ব্যবস্থা নেব।

চমক রেখে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা
এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ স্বীকার করেছেন যে, এবারের বিপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজি যাচাইবাছাই না করাই বড় ভুল ছিল। তিনি বলেন, রাজশাহী যা করেছে, তাতেই পুরো টুর্নামেন্টের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে এখানে আমাদেরও দায় আছে। ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়াতে আরও সতর্ক হতে হবে।

আরও পড়ুনঃ  বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

ভবিষ্যতে পরিচ্ছন্ন বিপিএল আয়োজনের আশ্বাস দিয়ে ফারুক আহমেদ বলেন, আমরা বুঝতে পেরেছি এবারের চ্যালেঞ্জগুলো কী ছিল। ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে পুরো টুর্নামেন্ট পরিচালনার পরিকল্পনা করছি। যদি পাঁচ দলেরও হয়, তবু আমরা নিশ্চিত করব যেন বিপিএল লাভজনক হয়। তিনি আরও বলেন, ৯০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে, মাঠে ভালো খেলা হয়েছে, এই ইতিবাচক দিকগুলোও সামনে আনতে হবে।

বিপিএলের এবারের আসর নানা বিতর্কের জন্ম দিলেও বিসিবি কর্তৃপক্ষ পরবর্তী আসরগুলো আরও পরিকল্পিতভাবে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে বিপিএল কতটা পরিচ্ছন্নভাবে আয়োজন করা যায়।

আরও পড়ুনঃ  টানা দুই হারের পরও সেমিতে যেতে পারে বাংলাদেশ!
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ