26 C
Dhaka
Wednesday, February 19, 2025

বৈষম্যবিরোধীর কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মীর পদত্যাগ

বৈষম্যবিরোধীর কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মীর পদত্যাগ
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মী পদত্যাগ করেছেন। নবগঠিত এই কমিটির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, বলেও পদত্যাগপত্রে দাবি করা হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করে ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে সরে যান এই ৬ ছাত্রদল কর্মী।

তারা হলেন- আনন্দমোহন কলেজ শাখার ছাত্রদলের সক্রিয় কর্মী কাওসার হাসান মিয়াদ ও তানজিলা ইমি, নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থী আহসান উল্লাহ হুদয়, কে.বি কলেজের শিক্ষার্থী রিসাদুল আলম প্রিন্স, মুসলিম গার্লস কলেজের শিক্ষার্থী সাদিয়া জামান মিম এবং ফুলবাড়ীয়া কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান চঞ্চল। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে পদধারী ছিল।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে ইসলামী বক্তা আব্দুল হাই সুস্থ স্ত্রী-সন্তান

ছাত্রদল কর্মী কাওসার হাসান মিয়াদ ঢাকা পোস্টকে বলেন, আমরা সবাই ছাত্রদল কর্মী। বিগত ৬ জুলাই থেকে ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহ মহানগর ও উত্তর ও দক্ষিণ জেলা শাখার ছাত্রদল নেতাদের নির্দেশে জাতীয়তাবাদী চেতনা থেকে আমরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছি। এরই মাঝে গত ২৬ জানুয়ারি প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে আমাদের না জানিয়ে পদায়ন করা হয়েছে। কিন্তু আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের কর্মী। তাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে পদত্যাগ করছি। এই কমিটির সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

আরও পড়ুনঃ  ‘তারা আছেন মহাসুখে, খাচ্ছেন, ঘুরছেন, সেলফি তুলছেন’

পদত্যাগের সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন বলেন, দলীয় নির্দেশে জাতীয়তাবাদী চেতনায় ছাত্র-জনতার আন্দোলনে আমাদের নেতাকর্মীরা সক্রিয় ছিল। কিন্তু না জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে আমাদের কর্মীদের পদায়ন করায় তারা পদত্যাগ করেছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ