27 C
Dhaka
Thursday, February 20, 2025

আগারগাঁওয়ে সড়ক আটকে গণ–অভ্যুত্থানে আহতদের অবস্থান

সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে টিবি হাসপাতালের সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে এ চিত্র দেখা যায়। অবরোধের ফলে গাবতলী থেকে শ্যামলীমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সন্ধ্যায়ও তারা কয়েক দফায় অবস্থান নিয়েছিলেন বলে জানা যায়।

বিক্ষোভকারী ব্যক্তিরা বলছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের কারো এক চোখে আঘাত, আবার কারো দুই চোখে আঘাত লেগেছে। অনেকের আঘাত গুরুতর। কিন্তু তাদের অনেকেই সঠিক চিকিৎসা পাননি।

আরও পড়ুনঃ  কারামুক্ত হয়ে যা বললেন সেই পি কে হালদার

বিক্ষোভকারীদের দাবি, সরকারের কেউ এখন তাদের খোঁজখবর আর নেন না। আন্দোলনে তাদের অবদান রয়েছে। এখন তাদের সুচিকিৎসার পাশাপাশি আন্দোলনের ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ