19 C
Dhaka
Saturday, February 22, 2025

লাল গালিচায় খাল খননের উদ্বোধন, উপস্থিত ৩ উপদেষ্টা

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে মিরপুর-১৩ নম্বরে উত্তর ও দক্ষিণ সিটির আওতায় রোববার ছয়টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আর এই উদ্বোধনীতে ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । তারা ভাসমান এস্কেভেটরে উঠে খনন কাজের উদ্বোধন করেন। এই খাল খনন উদ্বোধনের নিউজ, ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

তার আগে খনন কার্যক্রমের উদ্বোধন করতে তারা লাল গালিচায় হেঁটে খালে নামেন।

আরও পড়ুনঃ  আমার স্বামীকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করবেন না : তনি

আগের ঢাকার সিটি মেয়ররাও এমন হাঁকডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন, এখনও আপনারা লাল গালিচায় খালে নেমে উদ্বোধন করছেন— এমন প্রশ্ন করা হয় উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে।

এর জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি ওটা (লাল গালিচা বিছানো) খেয়াল করিনি।

তিনি আরও বলেন, আগে খাল উদ্ধার হয়নি। কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কী? এমনটা মনে হলে আমরা করবোটা কী? আমাদের আট মাস কিংবা ১৪ মাসে পুরোটা করা সম্ভব হবে না, কিন্তু শুরুটা তো করে দিতে পারি।’

আরও পড়ুনঃ  আবু সাঈদের নামে কোচিং সেন্টার, শিক্ষার্থীকে রাখা হলো হাজতে

এদিকে লাল গালিচায় নেমে খাল খনন উদ্বোধনের বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উঠেছে নানা প্রশ্ন। অনেকেই ছবিটি পোস্ট করে মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশ্ন তুলেছেন, খাল খননের উদ্বোধন করতেও লাল গালিচা বিছানো কেন?

কেউ আবার উদ্বোধনের ভিডিও পোস্ট করে করছেন হাস্যরস। বলছেন, এখানে লাল গালিচার কাজ কী?

কবির হোসেন নামের একজন ফেসবুকে লেখেন, রুচির দুর্ভিক্ষ। যাদের জন্য লাল গালিচা পেতেছেন তাদেরকে সম্মানের জায়গায় বরাবরই অসম্মান করলেন।

মো. ইফতেখার লিখেছেন, খালের উপর আবার লাল গালিচা? কেউ আবার ‘বর্তমান সরকারের দৃশ্যমান সংস্কার!!!’ এমন ক্যাপশনে লাল গালিচার ছবিযুক্ত স্ট্যাটাস দিয়েছেন।

আরও পড়ুনঃ  তিতুমীর কলেজ ‘বিশ্ববিদ্যালয়’ করা নিয়ে যে সিদ্ধান্ত
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ