29 C
Dhaka
Saturday, February 22, 2025

২৪ ঘণ্টার মধ্যে আ. লীগ নিষিদ্ধের দাবি ছাত্র অধিকার পরিষদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের সহযোগী রাজনৈতিক সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে আসন গেড়ে বসেছে, তাদের হাতেই সরকার পরিচালিত হচ্ছে।

আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, সে সিদ্ধান্ত আহত ও নিহতদের স্বজনরা নেবেন।’
সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ ৪ দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি, জুলাই গণ-অভ্যুত্থানে সমর্থন দেওয়া রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয়।

আরও পড়ুনঃ  আমার এক সন্তান শহীদ : ড. মাসুদ

দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি ৬ ফেব্রুয়ারি দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ