25 C
Dhaka
Wednesday, February 19, 2025

শিবির-ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ময়মনসিংহ মেডিকেল কলেজে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

তবে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খান শফিক। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল। এ সময় নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রশিবির ও ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বহিরাগতরাও যুক্ত হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  সারজিসের স্ত্রীর ছবি কেন প্রকাশ্যে আসেনি, জানা গেল কারণ

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান বলেন, ‘নবীন শিক্ষার্থীদের বরণ করা নিয়ে একটু ঝামেলা হয়েছিল বলে শুনেছি। তবে কারা করেছে, আমার জানা নেই। ঘটনার সময় আমি আমার কক্ষে ছিলাম।’

কলেজের ঘটনায় শিবিরের কোনো কর্মী জড়িত না বলে দাবি করেছেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ। তিনি জানান, ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রশিবির এই বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ  তাহসানের বিয়ের খবরের দিনে যা করলেন মিথিলা
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ