22 C
Dhaka
Thursday, February 20, 2025

অবরোধ: ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ

ঢাকার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজও তারা মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেছেন। বাদ যায়নি মহাখালী রেল ক্রসিং-ও।

তাতে মহাখালীর আশপাশে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আর রেলপথ অবরোধের কারণে পদ্মা সংযোগ বাদে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আটকে দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  নাম পরিচয় মিলেছে মায়ের লাশের পাশে বসে কান্না করা সেই শিশুর

পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে ৪ প্লাটুন বিজিবি মোতায়েণ করা হয়েছে। এছাড়া এর আগে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়। তারা এখন শিক্ষার্থীদের চারপাশ থেকে ঘিরে রেখেছেন। আর আনা হয়েছে জলকামানও।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইবাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়।

আরও পড়ুনঃ  যার যত দাবি আছে, সব নিয়ে শাহবাগে আসুন : আব্দুল কাদের

তবে এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আজও ষষ্ঠ দিনের মতো অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী।

এদিকে, তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান, এমনটা জানিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ