27 C
Dhaka
Thursday, February 20, 2025

কারাগারে সাবেক মন্ত্রীর ফেসবুক চালানোর বিষয়ে জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ফারুক খান কারাগারে বসে ফেসবুক চালানোর বিষয়ে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (০৩ ফেব্রয়ারি) এক বিবৃতিতে বলা হয়, ‘Faruk Khan’ নামে জনৈক ব্যক্তির ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিন শর্ট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের বলে প্রচার করা হয়েছে, যা সঠিক নয়।

কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করছে, কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয়। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আটক রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, কারাগারে আটক কোনো বন্দির মোবাইল ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই বিধায় ওই ফেসবুক আইডিটি সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের কারাগারে বসে চালানো সম্ভব নয়। তবে অন্য কেউ বা তার আত্মীয়স্বজন ‘Faruk Khan’ নামের আইডিটি চালাচ্ছে কিনা তা জানা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি অনুসন্ধান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আনুরোধ জানানো হয়েছে।

এর আগে, আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সেখানে তিনি লিখেছেন, ‘শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই।’

তবে গত বছরের অক্টোবরের ১৪ তারিখ রাতে তাকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে র‌্যাব গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

আরও পড়ুনঃ  মেয়েরা হুডি পরতে পারবে কি না, প্রশ্নে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলব, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এ পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

আরও পড়ুনঃ  ১৫ লাখ টাকার একটি খাসি, কেড়ে নিল লাকীর হাসি

ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্টের এই স্ট্যাটাস নিয়ে নানামুখী আলোচনা চলছে। যদিও ফেসবুক পেজটি আবারও ডিজেবল করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্ট্যাটাসের পর অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ