22 C
Dhaka
Friday, February 21, 2025

আদালত চত্বর থেকে জামালপুর আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার

জামালপুরে জুলাই আগস্ট আন্দোলনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ-কে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ।

সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) রাতে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যার দিকে জামালপুর শহরের আদালতের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে জামালপুর সদর থানায় পুলিশের হেফাজতে আছেন।

পুলিশ জানায় ,’গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার সাড়ে ছয়টার দিকে জামালপুর আদালতে সামনের সড়ক থেকে অভিযান চালায় পুলিশ। পরে ওই এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  যাত্রাবাড়ীতে ঘরে ঢুকে ২ বোনকে ধর্ষণ, গ্রেপ্তার ১

এ প্রসঙ্গে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক বলেন,’২৪ এর জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার একাধিক মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ