22 C
Dhaka
Wednesday, February 19, 2025

ইবিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচির আয়োজন করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে শেখ হাসিনার একটি প্রতিকৃতি টাঙিয়ে দেন এবং পরবর্তীতে সেটিতে জুতা নিক্ষেপ করেন। অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে দেশে দমন-পীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। ছাত্র-জনতার উপর দমননীতি প্রয়োগ করে মুক্তচিন্তার কণ্ঠরোধ করা হয়েছিল। তাদের মতে, জনগণের প্রতিরোধ ও আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তবে কিছু শক্তি আবার তা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  তরুণরা রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে : তারেক রহমান

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি শেখ হাসিনা ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা তারা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। তাই প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়েছে।

সংগঠনের সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির বলেন, এই কর্মসূচির মাধ্যমে ফ্যাসিবাদের চূড়ান্ত পরিণতি তুলে ধরা হয়েছে। আমাদের লক্ষ্য, দেশ থেকে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে ফেলা এবং যেন ভবিষ্যতে এমন শাসন আর প্রতিষ্ঠিত না হতে পারে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশকে ব্যক্তিগত সম্পত্তির মতো পরিচালনা করেছেন এবং বিরোধী দল ও ভিন্নমতের মানুষদের ওপর নিপীড়ন চালিয়েছেন। এখন তিনি বিদেশ থেকে ষড়যন্ত্র চালাচ্ছেন, কিন্তু ছাত্র-জনতা পলাতক হাসিনার এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।

আরও পড়ুনঃ  পাগলা মসজিদের দানের টাকা বন্যার্তদের দেওয়া নিয়ে যা জানা গেল
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ