21 C
Dhaka
Wednesday, February 19, 2025

৩ ব্যক্তি ও ৩ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞার খড়গ

সাইবার অপরাধমূলক নেটওয়ার্কের সঙ্গে জড়িত তিন ব্যক্তি এবং তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মে) মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এ ঘোষণা দিয়েছে।

অভিযুক্ত ইয়ুনহে ওয়াং, জিংপিং লিউ এবং ওয়ান্নি ঝেঙ্ক ৯১১ এস৫ নামে পরিচিত রেসিডেন্সিয়াল প্রক্সি পরিষেবার সঙ্গে জড়িত। এই সাইটটি সন্দেহভাজন ভাইরাসযুক্ত বটনেটের সঙ্গে সংযুক্ত এবং তাদের কার্যক্রম ছড়িয়ে দিতে মনোনীত সংস্থা। বিবৃতিতে এমনটি জানিয়েছে সংস্থাটি। খবর আনাদোলু এজেন্সির।

আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, ‘এই ব্যক্তিরা ব্যক্তিগতভাবে ব্যবহৃত ডিভাইসগুলোর সঙ্গে আপোস করার জন্য তাদের ভাইরাসযুক্ত বটনেট প্রযুক্তির ব্যবহার করেছে। সাইবার অপরাধীদেরকে প্রতারণামূলকভাবে অর্থনৈতিক সহায়তা ও নিরাপত্তা দিয়ে থাকে তারা। সেই সঙ্গে মার্কিন নাগরিকদেরকে বোমার হুমকি দিয়ে আতঙ্কিত করতে সক্ষম তারা।’

আরও পড়ুনঃ  ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন: মোদি

স্পাইসি কোড কোম্পানি লিমিটেড, টিউলিপ বিজ পাতায়া গ্রুপ কোম্পানি লিমিটেড এবং লিলি স্যুট কোম্পানি লিমিটেডকেও ইয়ুনহে ওয়াংয়ের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত হওয়ার জন্য নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ৯১১ এস৫ বটনেট একটি ভাইরাসযুক্ত পরিষেবা যা ভুক্তভোগীদের কম্পিউটারগুলোর সঙ্গে এক ধরনের আপস করে। এরপরই সাইবার অপরাধীদের ইন্টারনেট সংযোগ লাইনে প্রক্সির মাধ্যমে এসব কম্পিউটারে ঢুকে পড়ে।

বটনেট আনুমানিক ২ কোটি আইপি ঠিকানার সঙ্গে আপস করেছে। এসব আইপি ব্যবহারকারীদের করোনভাইরাস সহায়তা, ত্রাণ এবং অর্থনৈতিক সুরক্ষা আইন প্রোগ্রাম সম্পর্কিত কয়েক হাজার প্রতারণামূলক অ্যাপ্লিকেশন দিয়েছে তারা। এর ফলে মার্কিন ফেডারেল সরকারের কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। একই সঙ্গে হাতিয়ে নিয়ে কয়েক মিলিয়ন ক্রেডিট কার্ডের অর্থ।

আরও পড়ুনঃ  ভারতকে ‘শত্রুর’ তালিকায় যুক্ত করল কানাডা
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ