22 C
Dhaka
Thursday, February 20, 2025

গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ আগুন

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের একটি ভবনে গভীর রাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট তা নেভানোর চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর মঙ্গলবার রাত ১ টা ৫২ মিনিটে পান তারা। দুই মিনিটের মধ্যে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরো দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো সচিবালয় এলাকা। সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরাও পরে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যোগ দেন।

আরও পড়ুনঃ  বরিশাল বিশ্ববিদ্যালয়ে আটকে রাখা কর্মীকে ছিনিয়ে নিল ছাত্রলীগ!

এদিকে সচিবালয়ে আগুন লাগার পর সেখানে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

কীভাবে ওই ভবনে আগুন লাগল, তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের উক্ত কর্মকর্তা।

রাত ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের কলাপসিবল গেইট কেটে ভেতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করছেন। ভবনের সিঁড়িতে হোস পাইপ থেকে ছোড়া পানির স্রোত বইছে।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যাদের নাম প্রস্তাব করেছেন সমন্বয়করা

এদিকে সচিবালের কাছে আগুন নেভানোর কাজে নিয়োজিত একজন ফায়ার ফাইটার রাস্তা পার হতে যাওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে আনোয়ারুল ইসলাম জানান।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ