22 C
Dhaka
Friday, February 21, 2025

মধ্যরাতে সচিবালয়ে আগুন : ফায়ার কর্মীকে চাপা দিয়ে পালাল ট্রাক

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। এ সময় ফায়ারের এক কর্মীকে গাড়িচাপা দিয়ে পালিয়ে গেছে দ্রুতগামী একটি ট্রাক। তাৎক্ষণিকভাবে তার নামপরিচয় জানা যায়নি।

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্রে জানা যায়, আহত ফায়ার ফাইটারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কিছুই জানা যায়নি।

আরও পড়ুনঃ  ডিএমপির সাবেক এডিসি সানজিদা সাময়িক বরখাস্ত

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তার দাঁড়িয়ে পানির পাইপ সচিবালয়ের ভেতরে নিয়ে যাওয়ার কাজ যখন করছিলেন, তখন একটি ট্রাক এসে ফায়ার সার্ভিসের একজন কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ওই কর্মী গুরুতর আহত হন।

ক্ষোভ প্রকাশ করে তারা আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছেন তখনও সচিবালয়ের সামনের রাস্তা দিয়ে যান চলাচল চালু রেখেছে পুলিশ। পুলিশ কেন রাস্তাটি বন্ধ করে দেয়নি? পুলিশ যদি রাস্তাটি বন্ধ করে দিত তাহলে তো এ দুর্ঘটনা ঘটত না।

আরও পড়ুনঃ  বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাবেন না ট্রাম্প!

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ