বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। আর টুকরা টুকরা জাতি দেখতে চাই না। ঐক্যবদ্ধ হয়ে আগামীতে সকল চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র আল্লাহর ওপর ভর করে মোকাবেলা করব।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন আবু সাঈদ চত্বরে রংপুর মহানগর জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক নেতাদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সম্মান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। রাজনীতি যারা করেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, ভাই-বন্ধু-সন্তান-ত্যাগী, আহত এবং শহীদদের প্রতি সম্মান দেখান।’
তিনি বলেন, ‘সমাজবিরোধী কোনো কাজ করবেন না।
চাঁদাবাজি করবেন না। দখলবাজি করবেন না। মানুষের ওপর জুলুম করবেন না। ঘুষ-চুরি করবেন না।
আর যদি এগুলো অব্যাহত রাখেন তাহলে জেনে রাখুন, শহীদেরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষ খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু পারেনি। তারা তো বলেছিল ক্ষমতা ছাড়ার পরের দিন লক্ষ লক্ষ মানুষ খুন হবে। কিন্তু এ দেশের মানুষ তা করেনি। এ জাতির বুদ্ধি আছে।
এ জাতি দেশকে, মানুষকে, মাটিকে ভালোবাসে। তারা খুনি হতে পারে, এ জাতি খুনি নয়।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘সব খুনের বিচার ইনসাফের সঙ্গে হবে। আমরা ন্যায়বিচার চাই।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘দেশ যদি স্বাধীন হবে তাহলে রাস্তায় রক্ত কেন দেখতে হবে, রাস্তায় লাশ কেন দেখতে হবে? দেশের আলেম-ওলামা, সম্মানিত মানুষকে কেন জেলে ভরে রাখতে হবে?’
তিনি বলেন, ‘বাংলাদেশে আর নতুন আয়নাঘর হবে না। এ জাতিকে সচেতন হতে হবে। আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ।’
এ সময় জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, মমতাজ উদ্দিন, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।