ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যাস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেছেন, ‘প্রত্যেক জেলা-উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার ক্ষেত্রে একদল মুক্তিযোদ্ধা কাজ করেছেন। আমরা এ বিষয়ে তদন্ত করছি। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা ২টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের জেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যেটুকু সংস্কার প্রয়োজন তা শেষ করেই নির্বাচন দেওয়া হবে। এজন্য কতটা সময় প্রয়োজন তা বলা যাবে না। তবে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন হবে।
তিনি আরো বলেন, পূর্বে উন্নয়ন কর্মকাণ্ডে যে অনিয়ম দুর্নীতি হয়েছে তার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বরিশালের সব প্রকল্প যেন স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হয় সেজন্য বিভাগীয় প্রশাসনের সব কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওসারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ বরিশাল বিভাগের দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।