26 C
Dhaka
Wednesday, February 19, 2025

পরের ডিসেম্বরে আমার মেয়াদ শেষ : কাদের

বিএনপির মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই ডিসেম্বরের পরের ডিসেম্বর আমার টার্ম শেষ। বিএনপির গঠনতন্ত্র পড়েছেন? মির্জা ফখরুল কত বছর থাকতে পারেন?

শুক্রবার (৩১ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কাদের বলেন,
বিএনপি গণতান্ত্রিক দল নয়, তারা নিজেরা ঘরে গণতন্ত্র চর্চা করে না, দেশের গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করবে? মির্জা ফখরুল কত বছর ধরে তার দলের গঠনতন্ত্রকে লঙ্ঘন করে মহাসচিব হিসেবে আছে? তার কি এই পদে থাকার বৈধ অধিকার রয়েছে? তার গঠনতন্ত্র সে লঙ্ঘন করেছে। সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর, সেটা আগে জিজ্ঞেস করুন।

আরও পড়ুনঃ  এদের কারণে হাটাচলা করতে পারি না: ওবায়দুল কাদের

এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বেনজীরকে গ্রেপ্তার করা হবে কি না, সেটা আদালত দেখবে। সরকার দুর্নীতিবাজদের যথাযথ বিচার করছে। সরকার বিচার করছে কি না, আমাদের সেদিকেই লক্ষ্য রাখা উচিত। বেনজীর আহমেদের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয়। কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।

তিনি বলেন, আজকে গণতন্ত্রের জন্য কঙ্গো, হাইতি, রুয়ান্ডাকে জবাবদিহি করতে হয় না। আমরা নিয়মিত নির্বাচন করে আসছি। পারফেক্ট ডেমোক্র্যাসি কোথাও নেই। তবে পারফেক্ট হওয়ার কাছাকাছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক, এটি আমরা প্রমাণ করেছি।

আরও পড়ুনঃ  কখন নির্বাচনের তারিখ ঘোষণা জানালেন ড. ইউনুস

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনিসুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ