21 C
Dhaka
Wednesday, February 19, 2025

কামড় খেয়ে রাসেলস ভাইপার নিয়েই হাসপাতালে কৃষক

রাজশাহীর চারঘাটের কৃষি জমিতে কাজ করার সময় হেফজুল আলীকে (৪৫) কামড় দেয় রাসেলস ভাইপার। পরে তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপর রাসেলস ভাইপারকে নিয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। শুক্রবার (৩১) মে সকাল ১০ টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

হেফজুল আলী চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের জসিম প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ১০টার দিকে কৃষি জমিতে ধান কাটছিলেন হেফজুলসহ কয়েকজন কৃষক। এ সময় হঠাৎ রাসেলস ভাইপার সাপ হেফজুলের গালে কামড় দেয়। পরে হেফজুল ও তার সঙ্গে থাকা কৃষকরা সাপটিকে মেরে ফেলেন। এরপর সেই মৃত সাপসহ হেফজুলকে দ্রুত চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে

আহত হেফজুল জানান, সকাল সাড়ে ৮টায় ধানক্ষেতে কাজের জন্য গেলে একটি সাপ তাকে কামড় দেয়। এ সময় তিনি আতঙ্কিত না হয়ে নিজেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে সাপসহ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে গেলে তাকে রাজশাহী মেডিকেলে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। তার ধারণা, চিকিৎসকরা সাপ দেখলে দ্রুত সঠিক ওষুধ (অ্যান্টিভেনম) দিতে পারবেন।

রামেক হাসপাতালে চিকিৎসকরা জানান, হেফজুল এখন সুস্থ আছেন। অনেকেই সাপের কামড়ের পর কবিরাজ কিংবা ওঝার কাছে যান, তিনি সেটি না করে হাসপাতালে চলে এসেছেন। এটি একটি ভালো সিদ্ধান্ত ছিল।

আরও পড়ুনঃ  ‘সবাই প্রস্তুত থাকেন, নেত্রী দ্রুত দেশে ফিরে আসবেন’
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ