22 C
Dhaka
Wednesday, February 19, 2025

ঈদের মাঠ থেকে লাশ হয়ে ফিরল শিশু নাজিয়া

সিরাজগঞ্জে বেলকুচিতে ঈদের মাঠে গিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় নাজিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কল্যাণপুর ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু নাজিয়া কল্যাণপুর গ্রামের নূর হোসেনের মেয়ে। বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, ঈদের মাঠে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় নাজিয়া। এ সময় আঞ্চলিক সড়ক পাড়ি দিতে গেলে একটি ব্যাটারিচালিত অটোভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  বাবা-মেয়ের পর ভিমরুলের কামড়ে প্রাণ গেল ছোট্ট সিফাতেরও

বেলকুচি থানার ওসি আনিছুর রহমান জানান, ভ্যান দুর্ঘটনায় শিশু মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় যে শিশু মারা গিয়েছে তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ