22 C
Dhaka
Wednesday, February 19, 2025

১৫ লাখে ছাগল কেনা ইফাত আমার ছেলে না: রাজস্ব কর্মকর্তা মতিউর

ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানি উপলক্ষে ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনার জন্ম দিয়েছেন ইফাত নামের এক তরুণ। ওই সময় গুঞ্জন উঠেছিল তিনি জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের ছেলে।

এ ব্যাপারে ওই রাজস্ব বোর্ডের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে অস্বীকৃতি জানান।

তিনি বলেন, আলোচিত ইফাত আমার ছেলেতো দূরের কথা এমনকি আত্মীয় বা পরিচিতও কেউ নন। আমার এক ছেলে; নাম তৌফিকুর রহমান। আমি আনুষ্ঠানিকভাবে এসব অপ্রচারের প্রতিবাদ করব।

আরও পড়ুনঃ  বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে কিশোরী

এর আগে আলোচিত ওই ছাগলকে সঙ্গে নিয়ে এক তরুণকে উচ্ছ্বসিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ওই ক্রেতাকে অন্য ক্যামেরায় বলতে শোনা যায়, ১১ জুন এটি ধানমন্ডি-৮ এ ডেলিভারি দেওয়া হবে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে ওই তরুণকে বলতে দেখা যায়, এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল।

হজ পালন করতে গিয়ে ঝালকাঠির ব্যবসায়ীর মৃত্যু
তিনি আরও বলেন, এরকম খাসি আমরা সামনাসামনি দেখিনি। আমার জীবনে প্রথম দেখা এটা। এটা আমার হবে, জানা ছিল না। আল্লাহ নসিবে রাখছেন, তাই হইছে। এর থেকে বেশি কিছু আর কী বলব।

আরও পড়ুনঃ  আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার

এদিকে, ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ‘সাদিক এগ্রো’ ফার্ম থেকে বলা হচ্ছে, আলোচিত তরুণ শুধু এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে নিয়ে যাননি এখনো।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ