29 C
Dhaka
Saturday, February 22, 2025

গণ্ডগোল না করার শর্তে হাসিনাকে দেশে আসতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছে, আপনি দেশে আসেন। এটা আপনার দেশ। হু স্টপস ইউ?

সোমবার (১২ আগস্ট) সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সাখাওয়াত হোসেন।

আওয়ামী লীগকে উদ্দেশ করে সাখাওয়াত বলেন, ‘যিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) এই দেশ স্বাধীন করেছেন, উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। ওনার দল এভাবে ভেঙে যাবে.. আমি তাদের (আওয়ামী লীগ) আশা দিচ্ছি, কথা দিচ্ছি—দল গুছিয়ে নেন। আপনাদের কেউ ব্যান করেনি।’

শেখ হাসিনাকে উদ্দেশ করে এই উপদেষ্টা বলেন, ‘আপনি তাকে দিয়ে, ওকে দিয়ে গন্ডগোল করাবেন। আপনি দেশে আসবেন, আসেন। এটা আপনার দেশ। আসেন না কেনো। হু স্টপস ইউ? নাগরিকত্ব তো কারও যায়নি। একুশ বছর প্রধানমন্ত্রীত্ব করেছেন। আপনি স্বেচ্ছায় চলে গেছেন, আপনাকে তো কেউ যেতে বলেনি। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, কেউ অশ্রদ্ধা করি না। বাট, গন্ডগোল পাকায়েন না। গন্ডগোল পাকায়ে কোনো লাভ হবে না। এসবে লোকজন আরও ক্ষেপে উঠবে। দ্যাটস নট হাউ ইট ডু ইট।’

আরও পড়ুনঃ  নতুন ‘রাজনৈতিক দল’ গঠন করছে শিক্ষার্থীরা, এক মাসের মধ্যে সিদ্ধান্ত

জাতীয় পার্টির ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় পার্টি বেঁচে গেছিল কারণ হুসেইন মুহাম্মদ এরশাদ জেলের মধ্যে চলে গিয়েছিলেন। জেলে থেকে তিনি পাঁচটি আসন পেয়েছেন। ছয় বছর জেলে ছিলেন। সেনাবাহিনী থেকে তাঁকে তখন বলেছিল, আপনি যে দেশে যেতে চান চলে যান, না হলে জেলে যেতে হবে। তবে তিনি জাননি। অনেকেই মনে করেছিল তিনি সৌদি আরব যাবেন।’

জামায়াতে ইসলামকে বাতিল করা প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, ‘পলিটিক্যাল পার্টিকে ব্যান করা ব্যাড কালচার। পলিটিক্যাল পার্টি ব্যান করা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য।’ জামায়াতের নিষেধাজ্ঞা বাতিল হবে কিনা এই প্রশ্নে তিনি বলেন, ‘আমি দেইনি। এটি আইন মন্ত্রণালয়ের কাজ। যার কাছে জিজ্ঞাসা করা দরকার, তাকে জিজ্ঞাসা করেন।’

আরও পড়ুনঃ  ‘আত্মগোপনে’ লায়লা উপজেলা পরিষদের কার্যক্রম স্থবির

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিয়েও কথা বলেন এই উপদেষ্টা। তিনি বলেন, দুর্গাপূজায় নিবিড় নিরাপত্তা থাকবে। দুর্গাপূজার ছুটি ৩ দিন করার চেষ্টা করা হবে। না হলেও দু-দিন যেন করা যায় তা নিয়ে আলোচনা হবে।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি যেখানেই যাই, একটা মিশন নিয়ে যাই। আপনারা আমাকে যারা চেনেন-জানেন, আমি নির্বাচন কমিশনেও একটা মিশন নিয়েই গিয়েছিলাম। সেটা করেছি। আমার এবারের ওয়ান অব দ্যা মিশন—পলিটিক্যাল পার্টি অ্যাক্ট গঠন। এই আইনে যারা রাজনীতি করতে পারবে, তারাই রাজনীতি করবেন। না পারলে করবেন না। এখানে পার্টির অভাব নেই।’

আরও পড়ুনঃ  রায়ে ‘স্থিতাবস্থা’, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র বহাল

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘যারা শাহবাগে আন্দোলন করছেন, তাদের বোঝানো হবে। তারা আরেকজনের খেলা খেলছেন। কিছু কিছু জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর সহিংসতা হয়েছে, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। আমরা দায়িত্ব পালন করতে পারিনি। তবে কথা দিচ্ছি, অপরাধীদের খুঁজে বের করব। মন্দিরে কী আছে, কেন তারা এটি ভাঙবে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ