22 C
Dhaka
Friday, February 21, 2025

শিবিরের উদ্যোগে ছাত্র-জনতার অভ্যুত্থান শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতা

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের জন্য ‘ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪’ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিভিন্ন শ্রেণি, পেশা ও বয়সের সকল মানুষকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণকারীদের লেখা হতে হবে অভ্যুত্থান সংশ্লিষ্ট স্মৃতিচারণমূলক, যা নিজের সঙ্গে ঘটে যাওয়া বা নিজ চোখে দেখা ঘটনা কিংবা প্রত্যক্ষদর্শীর জবানবন্দির মাধ্যমে উঠে আসা ঘটনার ওপর ভিত্তি করে হতে হবে।

লেখা পাঠানোর শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৪

প্রতিযোগিতার নিয়মাবলী

লেখাটি ‘ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪’ সংশ্লিষ্ট যেকোনো ধরনের স্মৃতিচারণমূলক হতে হবে। লেখার একটি নিজস্ব শিরোনাম দিতে হবে। শব্দ সংখ্যা নির্দিষ্ট থাকবে না, এটি লেখকের ওপর নির্ভর করবে। তবে ন্যূনতম একটি মানসম্মত প্রবন্ধ থেকে শুরু করে সর্বোচ্চ একটি উপন্যাস আকার পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। লেখার মধ্যে অবশ্যই সঠিক তথ্য প্রদান (ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তির নাম, স্থান, সময়, তারিখ ইত্যাদি) এবং বিভিন্ন শ্রেণি-পেশার সকলের অবদানকে উল্লেখ করতে হবে। বর্ণিত ঘটনার কোনো প্রমাণাদি (ছবি, ভিডিও, পেপার কাটিং, ফেসবুক পোস্টের লিঙ্ক ইত্যাদি) থাকলে তা যথাসম্ভব পাঠানো দরকার। বাছাইকৃত লেখাসমূহ নিয়ে পরবর্তীতে আলাদা বই অথবা সংকলন প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  যে কারণে বহিষ্কার হলেন আপা আপা বলা সেই আওয়ামীলীগ নেতা

অংশগ্রহণের পদ্ধতি

লেখাটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে বাংলায় লিখতে হবে। হাতে লিখে ছবি তোলা ফাইল গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত ফরমের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

অংশগ্রহণের ফরম লিংক: smritylikhon24.shibir.org.bd

পাঠানোর ক্ষেত্রে লেখাটি ওয়ার্ড ডকুমেন্ট ও পিডিএফ আকারে ফরমটিতে আপলোড করতে হবে। এক্ষেত্রে ফাইলের নাম হিসেবে লেখার শিরোনামটি দিতে হবে। লেখা সংশ্লিষ্ট যদি কোনো প্রমাণাদি থাকে তা সংযুক্ত করা দরকার। ১০ এমবি পর্যন্ত সাইজের সর্বোচ্চ ৫টি ফাইল আপলোড করা যাবে। এর বড় সাইজের বা বেশি সংখ্যক ফাইল সংযুক্ত করার প্রয়োজন হলে নিজ গুগল ড্রাইভে আপলোড করে শেয়ার করার সুযোগ থাকবে। এক্ষেত্রে অবশ্যই যথাযথ শেয়ার পারমিশন দিতে হবে।

আরও পড়ুনঃ  আ.লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল

স্মৃতি লিখন প্রতিযোগিতা পুরস্কার

প্রথম পুরস্কার: ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা)

দ্বিতীয় পুরস্কার: ৪৫,০০০/- (পয়তাল্লিশ হাজার টাকা)

তৃতীয় পুরস্কার: ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা)

চতুর্থ পুরস্কার: ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার টাকা)

পঞ্চম পুরস্কার: ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)

ষষ্ঠ থেকে ১০ম পুরস্কার: ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা)

১১তম থেকে ২০তম পুরস্কার: ২০,০০০/- (বিশ হাজার টাকা)

২১তম থেকে ৩০তম পুরস্কার: ১৫,০০০/- (পনের হাজার টাকা)

৩১তম থেকে ৫০তম পুরস্কার: ১০,০০০/- (দশ হাজার টাকা)

এ ছাড়াও পুরস্কারপ্রাপ্ত সকলের জন্য থাকবে ক্রেস্ট এবং সনদ।

আরও পড়ুনঃ  কড়া প্রতিক্রিয়া দেখাবে না জামায়াত
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ